অভিনন্দন! ১২ তম ব্যাচের শিক্ষার্থী Anam Ibne Shahid এর কর্মযাত্রার নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সে Logo & Brand Identity Designer হিসেবে BD Calling IT Ltd. নামক কোম্পনিতে জয়েন করেছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।
১০ ব্যাচের শিক্ষার্থী Mubin Jahan Meghla, Junior Programmer (Developer) পদে September 2023 এ সফটওয়্যার কোম্পানি Flora Systems Limited তে জবের অফার গ্রহণ করেছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।
১০ম ব্যাচের শিক্ষার্থী রুমান মাহমুদ তার মাস্টার্স ডিগ্রির জন্য Software Engineering এ University of Wollongong, Australia তে অফার গ্রহণ করেছে এবং ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।
১১তম ব্যাচের শিক্ষার্থী মুহিদ হাসান তার পিএইচডি ডিগ্রির জন্য Software Engineering এ University of Arizona, USA তে অফার গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।