২১ ব্যাচের চলমান স্টুডেন্ট সাদ্দাম হোসেন সৈকত অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টার্নশিপ সুযোগ।
- Posted by ZHSUST CSE
- Categories Current Students, Notice and News
- Date August 20, 2023
- Comments 0 comment
- Tags
২১ ব্যাচের মো: সাদ্দাম হোসেন সৈকত ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তার সর্বশেষ সেমিস্টার পরীক্ষা চলমান। এমন সময়ে সে AmicSoft নামক সফটওয়্যার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারশীপ অফার গ্রহণ করেছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।
তার বক্তব্য নিচে দেয়া হলো:
“২০১৯ সালে আমি জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এ ভর্তি হই। আমি তখনো বুজতে পারি নাই আমি যে সাব্জেক্ট নিয়ে পরতে যাচ্ছি তার অনেক গুলো ফিল্ড রয়েছে। মনস্থির করতে পারছিলাম না কি করবো। এই ভাবে কেটে যায় ২ বছর। চলে আসে কোভিড-১৯।
আল্লহুমদিল্লাহ আমি চেস্টা করেছি তখন প্রোগ্রামিং শুরু করলাম। আমার এক বড় ভাই আমাকে ইন্সপায়ার করে কম্পিউটার প্রোগ্রামিং করার জন্য এবং এই ফিল্ড এ থাকার জন্য। ভার্সিটির যারা পড়াশোনা করেন বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে তাদের ভিতরে সবাই একটাই ফোকাস রাখবেন সবাই প্রোগ্রামিং টা ভালো করে করবেন।“
You may also like
১০ ব্যাচের শিক্ষার্থী Mubin Jahan Meghla, Junior Programmer (Developer) পদে September 2023 এ সফটওয়্যার কোম্পানি Flora Systems Limited তে জবের অফার গ্রহণ করেছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।
১০ম ব্যাচের শিক্ষার্থী রুমান মাহমুদ তার মাস্টার্স ডিগ্রির জন্য Software Engineering এ University of Wollongong, Australia তে অফার গ্রহণ করেছে এবং ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।
১১তম ব্যাচের শিক্ষার্থী মুহিদ হাসান তার পিএইচডি ডিগ্রির জন্য Software Engineering এ University of Arizona, USA তে অফার গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।