Back

২১ ব্যাচের চলমান স্টুডেন্ট মেহেদি হাসানের ইন্টার্নশিপ সুযোগ।

২১ ব্যাচের মেহেদী হাসান ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তার সর্বশেষ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। এমন সময়ে সে Creative Software Bangladesh নামক সফটওয়্যার কোম্পানিতে Mobile Application Developer হিসেবে ইন্টারশীপ অফার গ্রহণ করেছে। ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন।

তার বক্তব্য নিচে দেয়া হলো: “ভার্সিটির সিনিয়রদের সাথে সুসম্পর্ক গড়তে পারলে জীবনে ভালো কিছু অর্জন করা যায়। যেটা আজকে আমি সরাসরি উপলব্ধি করলাম। আমার এই ইন্টার্নশিপ পাওয়ায় সরাসরি সব থেকে বেশি সাহায্য করেছেন ১৮ ব্যাচের সুমন ভাই, ধন্যবাদ ভাইয়া। আর আমার ভালোবাসার সিএসই ডিপার্টমেন্ট আমার সপ্ন পূরণে যোগ্য করে তুলেছে আমাকে। ধন্যবাদ জানাই সিএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান স্যারকে এবং সকল শিক্ষকদেরকে।”

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *