Back

Prize Giving Ceremony for Intra Programming Contest 2023

আজ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা 2023 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রোগ্রামিং প্রতিযোগিতাটি মূলত ১৩ জুলাই ২০২৩ তারিখে  অনুষ্ঠিত হয়েছে। আজকের পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন CSE ডিপার্টমেন্ট এর শ্রদ্ধেয় শিক্ষক Md. Mahafujur Rahaman, Muhammad Afsar Uddin, Md Moinuddin, Md. Rafiul Islam, এবং Md. Kamrul Hasan Tuhin স্যারসহ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় শিক্ষক মোঃ রাফিউল ইসলাম স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক কথা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সময় সল্পতার কারনে সরাসরি সংক্ষিপ্ত বক্তব্য দেন, ডিপার্টমেন্ট এর শ্রদ্ধেয় শিক্ষক মোঃ মাহফুজুর রহমান স্যার। এবং সবশেষে পজিশন হোল্ডারদের (প্রথম ৫ জন) সার্টিফিকেট প্রদান করা হয়।

৬ টি প্রবলেম এর সবগুলোই সল্ভ করে প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে ২২ তম শিক্ষার্থী ইসরাত জাহান মিম, ৫ টি প্রবলেম সল্ভ করে ২য় স্থান অধিকার করে ২১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাদ্দাম হোসাইন সৈকত। এবং ২টি করে প্রবলেম সল্ভ করে ৩য়, ৪র্থ এবং ৫ম স্থান যখল করে যথাক্রমে ২৬ তম ব্যাচের মোঃ ইয়াসির আরাফাত, ২৮তম ব্যাচের শিক্ষার্থী শশী রানী এবং সিনথিয়ানিম্মোক্ত গ্যালারিতে তাদের যথাক্রমে তুলে ধরা হলো:

উক্ত প্রতিযোগিতাটি পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ রাফিউল ইসলাম স্যার। এবং সহায়ক হিসেবে স্যারের পাশে ছিলেন ডিপার্টমেন্ট এর বাইনারি ক্লাব এবং রোবোটিক্স ক্লাব। 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *